২৬ বিচারক, ৯৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত

0

ভার্চুয়াল আদালতের দায়িত্ব পালন করতে গিয়ে মঙ্গলবার (২৩ জুন) পর্যন্ত অধস্তন আদালতের ২৬ জন বিচারক এবং ৯৭ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত অধস্তন আদালতের ১৫ বিচারক বাসায় চিকিৎসাধীন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মো. সাইফুর রহমানের বরাতে বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা ইউএনবি জানায়, আক্রান্তদের মধ্যে ৭১ কর্মী এবং সুপ্রিম কোর্টের ২৬ কর্মকর্তা রয়েছেন। এর আগে শনিবার তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত অধস্তন আদালতের ১৫ বিচারক বাসায় চিকিৎসাধীন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহকারী মহিউদ্দিন মোহন ও মাদারীপুর জজ আদালতের জারিকারক মো. কাউসার যথাক্রমে শুক্র ও বৃহস্পতিবার কোভিড -১৯ উপসর্গ নিয়ে মারা গেছেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM