টাইগারপাসে ধারালো অস্ত্রসহ ২ ছিনতাইকারী আটক

0

নগরের টাইগারপাস এলাকা থেকে অস্ত্রসহ মো. রাসেল (২৫) ও মো. বিল্লাল (২৬) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আটক রাসেল সুনামগঞ্জের বিশ্বম্ভপুরের নুরুল ইসলামের ছেলে ও বিল্লাল একই জায়গার আব্দুল কাইয়ুমের ছেলে। তারা উভয়ে বর্তমানে চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠের বিপরীতে টাকশা মিয়া মসজিদ গলিতে বসবাস করেন৷

সোমবার (২২ জুন) রাত ১টার দিকে টাইগারপাস পাহাড় সংলগ্ন (ইস্পাহানী মোড় থেকে টাইগারপাস সড়ক) গ্যাসেলিন ফিলিং স্টেশনের বাম পাশে ফুটপাত থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. মহসিন জয়নিউজকে বলেন, টাইগারপাস এলাকার ফিলিং স্টেশনের বাম পাশে ফুটপাতের মুখে মাস্ক লাগিয়ে পথচারীদের কাছ থেকে ছিনতাইয়ের উদ্দেশে অপেক্ষা করছিল। এ সময় পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এসময় দুইজনের দেহ তল্লাশি করে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়৷

জয়নিউজ/বিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM