বান্দরবানে করোনার ডাবল সেঞ্চুরি

0

বান্দরবানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২শ ছাড়িয়েছে। কক্সাবাজার পিসিআর ল্যাবে নতুন ১৫ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাড়ালো ২০২ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ফলাফলে বান্দরবানে আরো ১৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১০ জন এবং নাইক্ষ্যংছড়িতে ৫ জন রয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যাটা বেড়ে দাড়ালো ২০২ জনে। আক্রান্ত হয়ে সদরের বনরুপা পাড়ার একজন পুরুষ এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের একজন নারী মারা গেছেন।

জেলা সিভিল সার্জন ডা: অংসু প্রু মারমা জানান, মাত্র পাঁচ দিনের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে। মানুষ সচেতন না হলে সংক্রমণ রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরভাবে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

জয়নিউজ/শাহরিয়ার/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM