বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে পুলিশের অভিযান

0

বেশি দামে সিগারেট বিক্রি করায় আট বিক্রেতাকে সতর্ক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুুপরে নগরের বন্দর থানার ইছহাক ডিপু এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হয়।

জানা যায়, বন্দর থানার ইসহাক ডিপো এলাকার কয়েকটি দোকানে বেনসন ও গোল্ডলিফ সিগারেট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় স্থানীয়রা থানায় অভিযোগ জানায়। পরে তাদের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানকালে জহির ষ্টোর ও রহমান ষ্টোরসহ আটটি দোকানে বেশি দামে সিগারেট বিক্রির সত্যতা পাওয়ায় দোকান মালিকদের সতর্ক করা হয়। এছাড়া ব্যবসায়ীরা ভবিষ্যতে বেশি দামে আর সিগারেট বিক্রি করবে না মর্মে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM