হঠাৎ মাশরাফির স্বাস্থ্যের অবনতি

0

নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সোমবার (২২ জুন) সকাল থেকেই হঠাৎ করে তার বুকে ব্যথা বেড়েছে। এই অবস্থায় মাশরাফিকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

প্রাথমিক অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেওয়া কথা থাকলেও সেখানে সিট খালি না থাকায় অন্য কোন প্রাইভেট হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন মাশরাফির বন্ধু সৌমেন চন্দ্র বসু।

তিনি বলেন, মাশরাফির আগে থেকেই এজমার সমস্যা আছে। সঙ্গে বুকে ব্যথা বেড়েছে। তাই টেস্ট করাতে চিকিৎসক পরামর্শ দিয়েছেন। এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM