স্বেচ্ছাসেবক লীগ নেতা কামালের খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

0

ফটিকছড়ির নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) সকালে উপজেলার আজাদীবাজারে যুবলীগ নেতা মোরশেদুল আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ধর্মপুর ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো. নাঈম উদ্দীন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল হত্যাকাণ্ডের ১১ দিন পার হয়ে গেলেও জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। অনতিবিলম্বে রাশেদ কামাল হত্যাকাণ্ডে ইন্ধনদাতাসহ জড়িতদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

ধর্মপুর ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. ফরহাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোরশেদুল আলম, নাছির উদ্দীন, বাবর আলী, ফারুক রায়হান, আসলাম মাহমুদ, আশরাফুল আলম, কামাল পাশা বাদল, পেয়ারুল ইসলাম, আব্দুস শুক্কুর, বেলাল উদ্দীন মুন্না, শেখ আহমদ, ছাত্রনেতা মিজানুর রহমান, আকবর হোসেন সোহেল, শেখ আহমদ, ইকবাল হোসেন, মোজাম্মেল হক ও মুহাম্মদ এনাম।

জয়নিউজ/ফয়সাল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM