সাগরে প্রচণ্ড ঢেউয়ে দুর্ঘটনার কবলে ডালভর্তি জাহাজ

0

বঙ্গোপসাগরের প্রায় ৮৫০ টন মটর ডালসহ একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে।

রোববার (২১ জুন) সকালে পতেঙ্গা উপকূলে সাগরে প্রচণ্ড ঢেউয়ে ‘এমভি নিউ গোলাম রহমান’ নামের জাহাজটির একপাশে তলা ফেটে যায়। এরপর দ্রুত জাহাজটিকে পতেঙ্গা সীবিচ এলাকার চরে নিয়ে আসা হয়।

বন্দর সূত্র জানায়, মডার্ন লজিস্টিকসের মালিকানাধীন জাহাজটি বন্দরের বহির্নোঙরের অন্য একটি জাহাজ থেকে ডাল খালাস করে খুলনার নোয়াপাড়ার দিকে যাচ্ছিল। যাত্রা শুরুর পরেই এটি দুর্ঘটনায় পড়ে।

তবে দুর্ঘটনাকবলিত জাহাজটির সবাই এখন নিরাপদে আছেন।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM