চট্টগ্রামে দুইদিনে ২০ চিকিৎসক করোনায় আক্রান্ত

0

চট্টগ্রামে গত দুইদিনে ২০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন ২০৭ জন চিকিৎসক।

শনিবার (২০ জুন) ৫ জন ও শুক্রবার (১৯ জুন) ১৫ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিএমএ’র চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী।

তিনি বলেন, দুইদিনে নতুন করে ২০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই আক্রান্তের আগমুহূর্ত পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের সেবা দিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রামে ২০৭ জনের বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ জন এবং উপসর্গ নিয়ে আরও ৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM