সাবেক সাংসদ বদি করোনায় আক্রান্ত

0

মরণঘাতি করোনাভাইরাসের থাবায় এবার আক্রান্ত হয়েছেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।

শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে সাবেক এ এমপির করোনা পজিটিভ শনাক্ত হয়। তাঁর প্রেস সচিব হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস সচিব বলেন, করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ বদি ও তার স্ত্রী বর্তমান সাংসদ শাহিন আক্তার গত কয়েকদিন ধরে কক্সবাজারের নিজের বাসায় অবস্থান করছিলেন। প্রথমে বদিপত্নী শাহিন আক্তারের করোনা পরীক্ষা করা হয়। পরে তার করোনা নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। তবে তার শরীরে টায়ফয়েড ধরা পড়েছে জানা গেছে। বর্তমানে তিনি কক্সবাজারের নিজ বাসায় আছেন।

অপরদিকে, সাবেক সাংসদ আব্দুর রহমান বদির করোনা নমুনা পরীক্ষায় তাঁর ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তিনি কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কমেক সূত্র জানায়, শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষায় সাবেক এমপি বদির করোনা শনাক্ত হয়।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM