মূল্য তালিকা প্রদর্শনে না রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি মূল্যে পণ্য বিক্রয় করার দায়ে দুই আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী নগরের চৌমুহনীর কর্ণফুলী মার্কেটে এ অভিযানের নেতৃত্ব দেন।

- Advertisement -google news follower

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তিনি এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে আজ (শুক্রবার) চৌমুহনীর কর্ণফুলী মার্কেটে অভিযানে চালানো হয়।
এসময় দেখা যায় বেশিরভাগ দোকানে মূল্য তালিকা নেই। তাছাড়া মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি করছে। ফলে ফয়েজ ট্রেডিং ও মেসার্স হোসাইন স্টোরে দেখা যায় অধিক মুল্যে আদা, রসুন বিক্রয় করেছে।

- Advertisement -islamibank

তাই দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং এদেরকে সতর্কও করা হয়।

এছাড়া বাজার মনিটরিংয়ের পাশাপাশি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করা হয়। ভবিষ্যতেও চট্টগ্রাম জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান গালিব চৌধুরী।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM