আটকে রাখা ১০ ভারতীয় সেনাকে ছাড়ল চীন

0

বিবাদমান লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের  পর আটকে রাখা ১০ ভারতীয় সেনাকে ছেড়ে দিয়েছে চীন।

সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানায়, ছাড়া পাওয়াদের মধ্যে একজন লেফটেনেন্ট কর্নেল এবং তিনজন মেজর আছেন।

দুই পক্ষের আলোচনায় আটক ভারতীয় সেনাদের মুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছিল এরপরই বৃহস্পতিবার (১৮ জুন) তাদের ছেড়ে দেয়া হয়।

তবে সেনাসদস্যদের ছাড়া পাওয়ার খবরটি নয়াদিল্লি নিশ্চিত করেনি।

সোমবার (১৫ জুন) গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত ও ৭৬ জন আহত হয়েছে বলে জানায় নয়া দিল্লি। সংঘর্ষে চীনের হতাহতের সংখ্যাও ব্যাপক বলে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করলেও বেইজিং এ বিষয়ে আর মুখ খোলেনি।

জয়নিউজ./পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM