আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম থেকে ঢাকায় রানা দাশগুপ্ত

করোনায় আক্রান্ত মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর রানা দাশগুপ্তকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল আছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে তাঁকে ঢাকায় আনা হয়। সঙ্গে আছেন করোনায় আক্রান্ত স্ত্রী রীতা দাশগুপ্ত।

- Advertisement -google news follower

সরকারের শীর্ষপর্যায়ের নির্দেশে রানা দাশগুপ্তকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। তাঁকে ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এর আগে পাঁচদিন ধরে জ্বর ও গলাব্যথায় আক্রান্ত রানা দাশগুপ্ত ও তাঁর স্ত্রীর নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে। বুধবার রাতে তাঁকে জানানো হয়, তিনি এবং স্ত্রী দুজনের নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁরা মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি হন।

- Advertisement -islamibank

রানা দাশগুপ্ত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। মানবাধিকার সংগঠক হিসেবেও আন্তর্জাতিকভাবে তাঁর পরিচিতি আছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM