মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু শিবপ্রসাদ আর নেই

একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম বন্ধু ভারতীয় বিমান বাহিনীর সাবেক এয়ার মার্শাল শিবপ্রসাদ চক্রবর্তী আর নেই। বুধবার (১৭ জুন) রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

- Advertisement -

ভারতের ত্রিপুরা রাজ্যের এই বীর সন্তান ১৯৭১ সালে চট্টগ্রামে পাক হানাদার বাহিনীর ওপর হামরা চালিয়ে তাদের আত্মসমর্পণে বিশেষ ভূমিকা রেখেছিলেন।

- Advertisement -google news follower

ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফেসবুকে এক পোস্টে জানান, ত্রিপুরা থেকে একমাত্র তথা ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন এয়ার মার্শাল শিবপ্রসাদ চক্রবর্তী (৯০) আজ পরলোকগমন করেছেন। একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধ তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। রাজ্যের এই কৃতি সন্তানের মৃত্যুতে আমি শোকাহত। আমি তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

জয়নিউজ/পিডি

- Advertisement -islamibank

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM