বান্দরবানে দুই শিশুসহ আক্রান্ত ৪

0

বান্দরবানে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে একই পরিবারের তিন জনসহ আরও চারজন। এরমধ্যে দুজন শিশুও রয়েছে।

সোমবার (১৫ জুন) বিকালে জেলার সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে একই পরিবারের তিনজনসহ আরও চারজন আক্রান্ত হয়েছেন। তিনি আরো বলেন, করোনা সংক্রমণরোধে প্রয়োজন মানুষের জনসচেতনতা, কঠোর বাজার মনিটরিং ব্যবস্থা, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। যাতে করোনাভাইরাসের সংক্রমণ এক এলাকা থেকে আরেকটি নতুন এলাকায় ছড়িয়ে না পড়ে। করোনা সংক্রমণরোধে তিনি সবাইকে ঘরে অবস্থান করার আহ্বান জানান।

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM