রামুতে উপজেলা চেয়ারম্যানসহ ৫ জনের করোনা পজিটিভ

রামুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকসহ নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রামুতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২ জনে। এর মধ্যে ৪৯ জন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দা এবং ৬৩ জন বিশেষ বাহিনীর সদস্য।

- Advertisement -

শনিবার (১৩ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

- Advertisement -google news follower

নতুন করোনায় শনাক্ত হওয়াদের মধ্যে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি এলাকার বাসিন্দা নুর আহমেদ ও তার ছেলে দৈনিক বণিক বার্তার কক্সবাজার প্রতিনিধি, পরিবেশ ও প্রকৃতির বন্ধু সাংবাদিক ইব্রাহীম খলিল মামুন এবং দুইজন বিশেষ বাহিনীর সদস্য রয়েছেন।

রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল আইশোলেশনে আছেন। তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।

জয়নিউজ/খালেদ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM