ঘাসফুলের সাধারণ সভায় নতুন কমিটি গঠন

বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের বার্ষিক সাধারণ সভা (২০১৯-২০) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সংস্থাটির প্রধান কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

ঘাসফুলের নির্বাহী পরিষদের সভাপতি ও সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সাধারণ পরিষদের সদস্যগণ ও সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরীসহ সংস্থার ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

সাধারণ পরিষদের সদস্যদের মধ্যে প্রফেসর ড. গোলাম রহমান, প্রফেসর ড. জয়নাব বেগম, শাহানা মুহিত, কবিতা বড়ুয়া, মো. ওহিদুজ্জামান, নাজনীন রহমান, গোলাম মোস্তফা, ইয়াসমিন আহমেদ, জাহানারা বেগম, নাজমা জামান, পারভীন মাহমুদ এফসিএ, সমিহা সলিম, জেরিন মাহমুদ হোসেন, শিব নারায়ন কৈরী, ডা. সেলিমা হক ও শামীমা আক্তার উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, ঢাকা থেকে উপ-পরিচালক (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) স্বপন কুমার হালদার এবং সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম থেকে উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম।

- Advertisement -islamibank

সভার শুরুতে ঘাসফুল প্রতিষ্ঠাতা মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ এবং ঘাসফুল সাধারণ পরিষদ সদস্য, কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, ড.আশরাফ হোসেন সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, প্রফেসর ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, জাতীয় অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান এবং বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ প্রয়াত সকলকে স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শ্রদ্ধা শেষে ঘাসফুলের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শাহনা মুহিত চলতি অর্থবছরের সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সংবলিত পূর্ণাঙ্গ বিবরণী তুলে ধরেন।

ঘাসফুলের নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ জেরিন মাহমুদ হোসেন চলতি অর্থবছরের সংস্থার আর্থিক বিবরণী পাঠ করেন। সভায় উপস্থিত সদস্যরা সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের উপস্থাপিত বিবরণীর উপর আলোচনায় অংশ নেন এবং চলতি অর্থবছরের ঘাসফুল পরিচালিত সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড এবং নতুন শুরু হওয়া প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়নসহ আগামী অর্থবছরের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও করণীয় নির্ধারণ করেন।

আলোচনা পর্বে পারভীন মাহমুদ, প্রফেসর ড. গোলাম রহমান, প্রফেসর ড. জয়নাব বেগম ও শিব নারায়ন কৈরী এবং সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরীসহ অন্যান্যরা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

সভায় সংস্থার আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন, অডিটর নিয়োগ, আয়কর উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের অনুমোদন দেন।

সভায় আগামী ২০২০-২০২৩ মেয়াদের জন্য সংস্থার নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে ড. মনজুর-উল-আমিন চৌধুরীকে সভাপতি, শিব নারায়ন কৈরীকে সহসভাপতি, সমিহা সলিমকে সাধারণ সম্পাদক, কবিতা বড়ুয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাম মোস্তফাকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এছাড়া প্রফেসর ড. জয়নাব বেগম ও পারভীন মাহমুদকে নির্বাহী সদস্য করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM