হাটহাজারীতে চিকিৎসক ও পুলিশসহ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৮

0

হাটহাজারীতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তদের মধ্যে চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পুলিশ, উপজেলার কর্মচারী ও বিদ্যুৎ অফিসের কর্মী রয়েছেন।

শুক্রবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন।

তিনি জয়নিউজকে বলেন, বৃহস্পতিবার এ উপজেলায় একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, এক স্বাস্থ্যকর্মী, চার পুলিশ সদস্য, বিদ্যুৎ অফিসের তিন কর্মী, ইউএনও অফিসের এক কর্মচারী, তিনজন পুরুষ, চারজন শিশু ও ১২ জন নারী। যা চট্টগ্রামের কোনো উপজেলায় আক্রান্তের সংখ্যা এটিই সর্বোচ্চ।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জয়নিউজকে বলেন, বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ার সময়, যেটাকে ‘হাই টাইম’ বলা যায়। এছাড়া চট্টগ্রামে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধিসহ সামাজিক দূরত্ব কোনোভাবেই মানা হচ্ছে না। সে কারণে সংক্রমণের হার বাড়ছে। তাই আমাদের উচিত হবে হাসপাতালে নমুনা দেওয়ার পর থেকে রিপোর্ট না আসা পর্যন্ত হোমকোয়ারেন্টাইন মেনে চলা।

জয়নিউজ/তালেব/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM