বাজেট আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার বাস্তব দলিল

সরকার ঘোষিত ২০২০-২১ অর্থবছরের বাজেটকে করোনা পরিস্থিতি ও আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবমুখী দলিল বলে অভিহিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ঘোষিত বাজেট সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র এ মন্তব্য করেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত পরিস্থিতির সমন্বয়ে প্রণীত বাজেটটি গতানুগতিক ধারার বাইরে এবং কোনোভাবেই উচ্চাভিলাষী নয়। বাজেটে আবিশ্যিক কারণে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্যখাত।

মেয়র বলেন, বাজেটে কৃষিখাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও প্রযুক্তি এবং কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে করোনা পূর্ববর্তী বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার স্তরে উন্নীত হয়ে সমৃদ্ধ আগামীর পথে অগ্রযাত্রার সু-স্পষ্ট নির্দেশনা রয়েছে।

- Advertisement -islamibank

জন-আকাঙ্ক্ষার প্রতিফলন অনুযায়ী সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা-ই হলো এবারের বাজেটের মূল মর্ম-চেতনা বলে মন্তব্য করেন আ জ ম নাছির উদ্দীন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM