মিরসরাইয়ে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ডাকাত দলের সদস্যের নাম জসিম উদ্দিন (৩১)। তিনি সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার মসজিদা মোল্লা পাড়ার মমতাজ মিয়ার ছেলে।

নিহত জসিম উদ্দিনের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ নানা অপরাধে ফেনী সদর থানায় দুইটি ও সীতাকুণ্ড থানায় পাঁচটি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় অভিযানে যায় র‍্যাব। সেখানে ডাকাত দলের সদস্যরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র, আট রাউন্ড গুলি ও বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM