শিশু পাচারের অভিযোগে যুবক আটক

0

নগরের লাভলেইন এলাকা থেকে শিশু পাচারের অভিযোগে মামুনুর রশীদ (২০) নামের এক যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় ৩ শিশুকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মামুনুর রশিদ চাঁদপুর জেলার কচুয়া এলাকার তৈয়ব আলীর ছেলে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, লাভলেইন এলাকা থেকে শিশু পাচারের অভিযোগে স্থানীয়দের সহায়তায় মামুনুর রশিদকে আটক করেছে পুলিশ। তার জিম্মিদশা থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, শনিবার থেকে নগরের বটতলী এলাকায় একটি হোটেলে এসব শিশুকে কৌশলে আটকে রেখেছিল মামুনুর রশিদ। উদ্ধার হওয়া তিন শিশুকে ঢাকায় পাচারের পরিকল্পনা করেছিল সে।

উদ্ধার হওয়া তিন শিশু হলো ফাহিম (১২), সোহেল ১০) ও উজ্জল (১১)।

 জয়নিউজ/শহীদ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM