চট্টগ্রামে আরও ১০৮ জনের করোনা শনাক্ত

0

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১০৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। বুধবার (১০ জুন) চট্টগ্রামের তিনটি ল্যাবে ৩৬৫টি নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪৩টি নমুনায় ১৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫০টি নমুনায় ৫৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ৭২টি নমুনায় ৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তবে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় তিনটি ল্যাবে নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬০ জন নগরের এবং ৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM