শিক্ষার্থীদের ওপর বাস, নিহত ২

0

জয়নিউজবিডি ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সড়কে কলেজ শিক্ষার্থীদের ওপর বাস উঠিয়ে দেওয়ার ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা দু’জনই ঢাকা সেনানিবাসের শহীদ রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থী।

তাৎক্ষণিকভাবে নিহত দুই শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আরও ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

রোববার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায় রেডিসন হোটেলের সামনে বাসে উঠতে দাঁড়িয়েছিলেন এই শিক্ষার্থীরা। এ সময় জাবালে-নূর পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের পিষ্ট করে। এতে গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। কুর্মিটোলা হাসপাতালের সহকারী পরিচালক ছগির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাস ভাংচুর করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জয়নিউজবিডি/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM