সপরিবারে করোনায় আক্রান্ত হলেন সাংসদ মোছলেম

0

পুরো পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। তাঁর পরিবারের মোট ১০ জন সদস্যের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে।

মোছলেম উদ্দিনের পরিবারের আক্রান্ত অন্যরা হলেন- তার স্ত্রী শিরিন আহমেদ (৫৮), ফারহানা ইমন (৩৬) , আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), নামির ইসলাম ফাহাদ (৮), কাজী শারমিন সুমি (৪৩), জেসমিন (১৫) এবং তাসলিমা (১৩)। আক্রান্তদের মাঝে মোছলেম উদ্দিনের স্ত্রী, মেয়ে, মেয়ের জামাই, নাতি ও কাজের মেয়ে রয়েছেন।

বুধবার (১০ জুন) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত করোনা পরীক্ষার রিপোর্টে এই তথ্য পাওয়া যায়। এর আগে গত ৯ জুন মোছলেম উদ্দিন ও পরিবারের অন্যান্য সদস্যরা বিআইটিআইডি’র ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM