লোহাগাড়ায় বাঁশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

0

লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের দরগামুড়া পাহাড় থেকে এনামুল হক (৪৫) নামেএক বাঁশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার (১০ মে) সকালে এ লাশ উদ্ধার করা হয়। নিহত এনামুল হক ওই এলাকার জালাল আহমদের ছেলে। তাঁর বাড়ি পুটিবিলা এমচর হাট সিএনজি ষ্টেশন এলাকায়।

এনামুল হকের চাচাতো ভাই আব্দুল্লাহ বাবলু জানান, তিনি দীর্ঘদিন ধরে পাহাড় থেকে বাঁশ এনে পাইকারি বিক্রি করতেন স্থানীয় বাজারে। গতকাল মঙ্গলবার রাত ৮দিকে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে তাকে পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর ভোরে দরগামুড়া এলাকায় এনামুলের মরদেহ খুঁজে পাওয়া যায়। পরে পুলিশকে জানানো হয়।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান , খবর পেয়ে আমরা এনামুলের লাশ উদ্ধার করি। লাশে কোনো আঘাতের প্রমাণ নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের স্ত্রী রহিমা আক্তার বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

জয়নিউজ/পুষ্পেন/পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM