করোনায় আক্রান্ত বীর বাহাদুরকে হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হবে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন অংশুইপ্রু মারমা।

- Advertisement -

মন্ত্রীর পিএস সাদেক হোসেন বলেন, মন্ত্রী বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে রোববার (৭ জুন) সকালে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হবে।

- Advertisement -google news follower

বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল বলেন, শনিবার (৬ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংসহ মোট ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

বান্দরবান স্বাস্থ্য বিভাগ জানায়, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে। সদর হাসপাতালে চিকিৎসাধীন শনাক্ত রোগী আছেন ৬ জন। উপসর্গ থাকা নমুনা সংগ্রহ করা রোগী আছেন ৪ জন। সুস্থ হয়েছেন ১৪ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM