বিএসআরএম ফ্যাক্টরিতে দগ্ধ ১ জনের মৃত্যু, আহতরা ঢাকায়

জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরিতে কাজ করার সময় লোহার গলিত সিসায় দগ্ধ হয়ে মো. আবুল কাশেম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

- Advertisement -

শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনায় ৫ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন আবুল কাশেম মারা যান। কাশেমের বাড়ি মিরসরাইয়ের নিজামপুরে। তার দুই ছেলে এক মেয়ে।

- Advertisement -google news follower

ঢাকায় নিয়ে যাওয়া চারজন হলেন- গিয়াস উদ্দিন (২৪), নুর হোসেন (৩০), মহিউদ্দিন (২৮) এবং নজরুল ইসলাম (২৪)।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মিথুন পালিত বলেন, গিয়াস উদ্দিনের ৯৮ শতাংশ শ্বাসনালি পুড়ে গেছে, নজরুল ইসলাম ১০০ শতাংশ, মহিউদ্দিন ৮০শতাংশ এবং নুর হোসেনের ৬০ শতাংশ ইনহলেশন ইনজুরি রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

- Advertisement -islamibank

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ফ্যাক্টরিতে লোহা গলানোর সময় তরল সিসায় দগ্ধ হন ওই ৫ জন। এর মধ্যে ৩৫ বছর বয়সী আবুল কাশেম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM