সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারীর ফাতেহা শরিফ অনুষ্ঠিত

0

হযরত শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারী (র.) এর ৫২তম বেসাল শরিফ দিবস উপলক্ষে শনিবার (৬ জুন) ফাতেহা শররিফ গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হয়।

এতে সদারত করেন আলম শাহ্ সুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। ফাতেহা শরিফে পবিত্র কুরআন খতম, তাওয়াল্লোদে গাউসিয়া, খতমে গাউসিয়াসহ জিকির ও আজকারের আয়োজন করা হয়।

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর রওজা শরিফে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ‘মাদ্রাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম হিফযখানা এবং ইয়াতিমখানার শিক্ষকরা।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM