ঢাকায় সাড়ে সাত লাখের বেশি করোনায় আক্রান্ত!

0

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ঠেকাতে আরোপিত লকডাউন শিথিল করা হয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে। ফলে এই ছোঁয়াচে ভাইরাস খুবই দ্রুত ছড়িয়ে পড়ছে দক্ষিণ এশিয়ায়।

ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট এক রিপোর্টে দাবি করেছে যে, শুধুমাত্র রাজধানী ঢাকাতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ ছাড়িয়েছে।

আইসিডিডিআরবি’র বরাত দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে যে, কম পরীক্ষা মানে হচ্ছে আক্রান্তের সঠিক সংখ্যা অনেক বেশি।

ওই রিপোর্টে বলা হয়েছে, আইসিডিডিআর’বির কর্মকর্তা জন ক্লেমেনসের অনুমান, বাংলাদেশের রাজধানী ঢাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে সাড়ে সাত লাখ ছাড়িয়ে থাকতে পারে।

যদিও সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন; যাদের প্রায় অর্ধেকই ঢাকার। গত ২৪ ঘণ্টায় নতুন ৩০ জনসহ বাংলাদেশে এখন পর্যন্ত ৮১১ জন প্রাণ হারিয়েছেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM