বাঁশখালীর সাংসদ মোস্তাফিজ সপরিবারে করোনায় আক্রান্ত

0

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক মেয়ের জামাই। আক্রান্তের তালিকায় আছেন এমপির এপিএস এবং তিন গৃহকর্মীও।

সাংসদের ব্যক্তিগত সহকারি তাজুল ইসলাম জয়নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২ জুন মুস্তাফিজুর রহমানের পরিবারের নমুনা সংগ্রহ করা হয়। পরে সাংসদ, তার স্ত্রী, তিন কন্যা, এক মেয়ের জামাই ও গৃহকর্মীর নমুনা পজিটিভ আসে।

বর্তমানে তিনি ও পরিবারের অন্য সদস্যরা বাসায় আইসোলেশন আছেন। তাদের সকলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাজুল ইসলাম।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM