মিরসরাইতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

0

মিরসরাই উপজেলায় বজ্রপাতে মো. তুহিন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন পূর্ব পোলমোগরা গ্রামের গোলবক্স মিস্ত্রি বাড়ির প্রবাসী বাবুলের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে তুহিন জমিতে মরিচ তোলার জন্য যায়। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের আঘাতে সে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবু গোপাল চন্দ্র চৌধুরী বলেন, বজ্রপাতে তুহিন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM