চট্টগ্রামে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদ হাসান মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চট্টগ্রামে দ্বিতীয় চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার করোনা পজিটিভ হয়ে মারা গেছেন। তিনি গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়।

এর আগে গতকাল মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এহসানুল করিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM