করোনা রোগীকে হেনস্থা করলে সিএমপির ব্যবস্থা

0

নগরে করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি কারও দ্বারা সামাজিকভাবে হেনস্থার শিকার হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (২ জুন) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিএমপি।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন সংস্থা বা ব্যক্তি কর্তৃক আইসোলেশন সেন্টার স্থাপন, লকডাউন ব্যবস্থা বাস্তবায়নসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রমে অনেকেই বাধা প্রদান করেন। যা বিধিসম্মত নয়।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদেরকে বাড়িওয়ালারা বাড়ি ভাড়া দিচ্ছেন না বা বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন বলেও তথ্য পাওয়া যাচ্ছে।

করোনাভাইরাস প্রতিরোধমূলক কার্যক্রমে কেউ বাধা প্রদান করলে এবং করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তিকে হেনস্তা করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী যে কেউ সিএমপির হটলাইন (০১৪০০৪০০৪০০ ও ০১৮৮০৮০৮০৮০) নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM