২৬ বাংলাদেশি হত্যায় পাচারকারী চক্রের হোতা গ্রেপ্তার

0

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত‌্যার ঘটনায় মানবপাচারকারী চক্রের হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১ জুন) দুপুরে র‌্যাব থেকে গণমাধ‌্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ‌্য জানানো হয়। তবে কখন, কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিক এ তথ‌্য জানা যায়নি।

আরও পড়ুন: লিবিয়ায় ২৬ বাংলাদেশি শ্রমিককে গুলি করে হত্যা

র‌্যাব সদর দপ্তরের পুলিশ সুপার (এসপি) সুজয় সরকার বলেন, ‘কামাল হোসেন দীর্ঘদিন ধরে মানবপাচার করে আসছে। লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে। কামাল হোসেনের পাসপোর্ট জব্দ করা হয়েছে।’

আজ র‌্যাব-৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে এসপি জানান।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM