জেনারেল হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

0

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন চন্দন দত্ত (৬২) নামে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় তিনি মৃত্যুবরণ করেন। এরআগে জীবন বাঁচাতে তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়।

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব জয়নিউজকে বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ওই রোগীর মৃত্যু হয়েছে। তিনি করোনার পাশাপাশি ডায়াবেটিসে ভুগছিলেন। গতকাল (শুক্রবার) রোগীকে প্লাজমা দেওয়ার পাশাপাশি আইসিইউ সাপোর্টে রাখা হয়। গত ২৪ মে নগরের কাট্টলী এলাকার এ বাসিন্দা হাসপাতালে ভর্তি হন বলে তিনি জানান।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM