বান্দরবানে গণমাধ্যম কর্মীসহ নতুন ২ জন করোনা শনাক্ত

0

বান্দরবানের লামায় গণমাধ্যম কর্মীসহ নতুন করে দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৯ মে) কক্সবাজার ল্যাবের নমুনা পরীক্ষায় তারা সনাক্ত হয়।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, লামা উপজেলায় নতুন করে দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরা হলেন- লামা পৌরসভার চম্পাতলীর বাসিন্দার পঁয়ত্রিশ বছরের এক যুবক এবং গজালিয়া ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার একুশ বছরের এক পাহাড়ি যুবক। এ নিয়ে জেলার সাত উপজেলায় করোনা শনাক্তের বেড়ে দাঁড়ালো ২৮ জনে। সদর হাসপাতালে আইসোলেশনে রয়েছে আরও নয়জন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জয়নিউজকে বলেন, শনাক্ত রোগীদের স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে আনা হয়েছে। জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ জনে।

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM