সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের হুমকি ট্রাম্পের

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এজেন্ডাগুলো যেসব সামাজিক যোগাযোগমাধ্যম সমর্থন করবে না সেগুলোকেই বন্ধ করে দেওয়া হবে বলে বুধবার (২৭ মে) হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

- Advertisement -

এর আগে মঙ্গলবার (২৬ মে) একটি টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছিলেন, ‘কোনো উপায় নেই (শূন্য!) মেইল-ইন ব্যালটগুলো ব্যাপক জালিয়াতির চেয়ে কম কিছু হবে না।’

- Advertisement -google news follower

ট্রাম্পের এই পোস্টে ‘ফ্যাক্ট-চেক’ লেবেল লাগিয়ে দেয় টুইটার। এই সতর্কতা লেবেল লাগিয়ে দিয়ে বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে তাদের নতুন নীতি অনুযায়ী একটি টুইট করে টুইটার। তাতে নোটিফিকেশনে নীল রঙের একটি বিস্ময়বোধক চিহ্ন দেখানো হয় এবং হাইপার লিঙ্কে পাঠকদের ‘মেইল-ইন ব্যালটের বিষয়ে সঠিক তথ্য’ জানার পরামর্শ দেওয়া হয়। লিঙ্কটি ব্যবহারকারীদের আরেকটি পেইজে নিয়ে যায় টুইটার। সেখানে মেইল-ইন ব্যালটের বিষয়ে ট্রাম্পের দাবিকে সিএনএন, ওয়াশিংটন পোস্ট ও অন্যান্যদের ভাষ্য অনুযায়ী ‘প্রমাণিত নয়’ বলে বর্ণনা করা হয়।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প টুইটার কর্তৃপক্ষকে হুমকি দিয়ে বুধবার লিখেছেন, ‘রিপাবলিকানরা মনে করে সামাজিক যোগাযোগমাধ্যম রক্ষণশীলদের কণ্ঠস্বর পুরোপুরি নীরব করে দিয়েছে। আমরা এগুলো কখনোই হতে দেওয়ার আগে শক্তভাবে নিয়ন্ত্রণ করব অথবা বন্ধ করে দেব। তারা কী করার চেষ্টা করছে আমরা দেখেছি এবং ২০১৬ সালে তারা ব্যর্থ হয়েছে। আমরা এর আরও স্পর্শকাতর সংস্করণ আর ঘটতে দিতে পারি না।’

- Advertisement -islamibank

পরের টুইটে ট্রাম্প লিখেছেন, ‘আমরা বড় মাত্রায় মেইল-ইন ব্যালটগুলোকে আমাদের দেশে শেকড় গাড়তে দিতে পারি না। এটা সব ধরনের প্রতারণা, জালিয়াতি ও চুরিমুক্ত ব্যালট হবে। যেই প্রতারণা করুক, সংখ্যাগুরুরাই জিতবে। জ্ঞানী হও, সামাজিক যোগাযোগমাধ্যম। আপনাদের কর্মকাণ্ড পরিচ্ছন্ন করুন, এখনই!!!’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM