বান্দরবানে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস

বান্দরবানে পোশাক শ্রমিকসহ আরও ৪ করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৭ মে) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

- Advertisement -

স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় নতুন করে আরও ৪ জনের করোনা পজিটিভ এসেছে। তার মধ্যে জেলা শহরের কালাঘাটার ১৮ বছরের এক যুবক, লুম্বিনী পোশাক কারখানার ২৮ বছরের একজন শ্রমিক, রুমা উপজেলার পাইলট পাড়ার ১১ বছরের একজন শিশু এবং রোয়াংছড়ি আলেক্ষ্যং ইউনিয়নের ৫৩ বছরের একজন পাহাড়ী নারী।

- Advertisement -google news follower

খবর পেয়ে শনাক্ত রোগীদের সদর হাসপাতালের আইসোলেশনে আনার প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে জেলার সাতটি উপজেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালে ২৩ জনে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, আজ নতুন করে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২০ মে উপসর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজারে পাঠানো হয়েছিল।

জয়নিউজ/শাহরিয়ার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM