জাফর ইকবাল স্মরণে

২৫ সেপ্টেম্বর দেশের চলচ্চিত্রের উজ্জ্বল তারকা জাফর ইকবালের ৬৮তম জন্মবার্ষিকী। অকাল প্রয়াত এই চিত্রনায়ককে শ্রদ্ধা ও স্মরণ করতে নির্মিত হয়েছে বিটিভির ছায়াছন্দ অনুষ্ঠানের বিশেষ একটি পর্ব ‘চিরসবুজ জাফর ইকবাল’।

- Advertisement -

এটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন লেখক-উপস্থাপক ইকবাল খন্দকার। লুৎফর রহমান রবিনের প্রযোজনায় নির্মিত এই পর্বে জাফর ইকবাল সম্পর্কে এমন কিছু তথ্য পরিবেশন করা হয়েছে, সাধারণ দর্শক যা জানেন না। সংযোজন করা হয়েছে জাফর ইকবাল অভিনীত চলচ্চিত্রের দুর্লভ কিছু ফুটেজ ও গান।

- Advertisement -google news follower

জাফর ইকবাল স্মরণেএ সম্পর্কে ইকবাল খন্দকার জানান, জাফর ইকবাল চিরবিদায় নিয়েছেন দুই যুগেরও বেশি সময় আগে। এখনও তার সম্পর্কে ব্যাপক আগ্রহ মানুষের। এই অনুষ্ঠানে আমরা এমন সব তথ্য সংযোজনের চেষ্টা করেছি, যেগুলো বর্তমান প্রজন্মের তো বটেই, পূরণ করবে ভবিষ্যৎ প্রজন্মের দর্শকদের আগ্রহও।

ছায়াছন্দের এই বিশেষ পর্বটি প্রচারিত হবে আগামীকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM