বৃহস্পতিবার বিএনপির জনসভা

0

সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার কথা জানিয়েছে বিএনপি। আগামী বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টায় এই জনসভা হবে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

কি দাবিতে এই জনসভা তা অবশ্য বলেননি রিজভী। তবে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবেই দলটি এই সমাবেশের ডাক দিয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM