আম্ফানে সারাদেশে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু

সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত আটজন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য জানান।

- Advertisement -google news follower

হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টিতে পাঁচ বছর বয়সী রাশেদ গাছচাপা পড়ে মারা গেছে। আর কলাপাড়া উপজেলায় সৈয়দ শাহ আলম নামে ৫৪ বছর বয়সী একজন স্বেচ্ছাসেবী মারা গেছে নৌকাডুবিতে।

এছাড়াও বরিশালের হিজলা উপজেলায় একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভোলার চরফ্যাশনে একজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

- Advertisement -islamibank

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা চরকচ্ছারিয়া নামক স্থানে ৭২ বছর বয়সী মো. সিদ্দিক মারা গেছেন গাছচাপা পড়ে। একই জেলার বোরহানউদ্দিন উপজেলায় ৩৫ বছর বয়সী রফিকুল ইসলাম মারা গেছে ট্রলার ডুবিতে।

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী নামক স্থানে শাহাজান মোল্লা নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন দেওয়াল চাপা পড়ে। এছাড়া একই জেলার ইন্দুরকানীর উমিদপুরে ৫০ বছর বয়সী শাহ আলম ঝড়ের তাণ্ডবে স্ট্রোক করে মারা গেছেন। আর মঠবাড়িয়ার আমরাগাছী এলাকার ৭০ বছর বয়সী গুলেনুর বেগম মারা গেছেন ঝড়ে পা পিছলে পড়ে।

খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার সদর উপজেলার কামালনগর নামক স্থানে গাছচাপা পড়ে অজ্ঞাতনামা একজন মারা গেছেন। যশোর জেলার চৌগাছায় গাছচাপা পড়ে খ্যান্তমনি (৪৫) ও তার মেয়ে রাবেয়া (১৩) মারা গেছেন দুজন। এছাড়া ঝিনাইদহ জেলায় নাদিরা বেগম নামের একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগের সন্দীপ উপজেলার ২ নম্বর পৌরসভায় সালাউদ্দিন নামে ১৬ বছর বয়সী একজন মারা গেছে পানিতে ডুবে।

ডা. আয়েশা আক্তার বলেন, আমরা বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত এই তথ্য পেয়েছি। যদি সংখ্যা আরও বাড়ে তবে খুব দ্রুতই সেটা জানিয়ে দেওয়া হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM