করোনায় মারা গেলেন বায়তুশ শরফের পীর

0

উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন বায়তুশ শরফের পীর মাওলানা কুতুবউদ্দিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২০ মে) রাত সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, কুতুবউদ্দিনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে জানাজা আয়োজন করতে বলা হয়েছে বায়তুশ শরফ কর্তৃপক্ষকে।

এর আগে বুধবার দুপুরে ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM