বিলবোর্ড অপসারণে আবারও মাঠে চসিক

0

নগরে অনুমোদনহীন বিলবোর্ড অপসারণে আবারও অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (১৯ মে) অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস।

অভিযানকালে খুলশী ১নং-এ জাকির হোসেন রোডের মাথায় এক দালানের সঙ্গে স্থাপিত বিলবোর্ড অপসারণ করা হয়। এসময় অবৈধভাবে বিলবোর্ড স্থাপনের দায়ে ভবন মালিক আবুল হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন এলাকার দালানের দেয়ালের সঙ্গে স্থাপিত চারটি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়।

মঙ্গলবার চসিক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জয়নিউজ/এসআই

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM