লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় ৮ জন শনাক্ত, আক্রান্ত ৮৮

লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আটজন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে রায়পুর চরমোহনায় ও পৌর শহর দুই নারীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফও রয়েছে। এছাড়া রামগঞ্জে তিনজনসহ সদর উপজেলার সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়। এনিয়ে জেলায় সর্বমোট ৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়।

- Advertisement -

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন ডা, আবদুল গাফফার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

তিনি জয়নিউজকে বলেন, এ পর্যন্ত মোট জেলায় সদরে ২৭ জন, রামগঞ্জে ২২ জন, রায়পুরে ২১ জন, রামগতিতে ১০ জন ও কমলনগরে ৮ জন এ পর্যন্ত করোনা আক্রান্ত হন। এদের মধে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ৩৮ জন।

এছাড়া হোম কোয়ারেন্টাইনে নতুন করে ২শ’ ১৭ জনসহ ১ হাজার ৩৫০ রয়েছে। আর আইনসোলেশনে চারজন রয়েছে। তবে শুরুর দিকে করোনায় পজেটিভ হয়ে মারা গেছেন একজন। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে ‘মানুষ সচেতন’ হলে তা সংখ্যা কমে আসবে। তা না হলে দিন বাড়তে থাকবে আক্রান্তের সংখ্যা।

জয়নিউজ/আতোয়ার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM