বন্দরনগরীতে ‘রক অ্যান্ড রোল’ মূর্ছনা

0

ঢাকা ও সিলেটের পর শনিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল-এর মেজবান হল রুমে ড্যান কেকের পৃষ্ঠপোষকতায় ৩য় ‘লিগেসি অভ রক অ্যান্ড রোল কনসার্ট’ অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনে দেশের নেতৃস্থানীয় এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, ক্রিপটিক ফেইট, ইন্দালো, পাওয়ারসার্জ, মেকানিক্স, রেডিও অ্যাকটিভ, ইকোস এবং স্থানীয় ব্যান্ড তিরন্দাজ তাদের নিজেদের মূল ট্র্যাকসহ পরিবেশন করে পিঙ্ক ফ্লয়েড, গানস এন্ড রোজেস, মেটালিকা, স্করপিয়ন-এর মতো বিশ্বনন্দিত সব রক মিউজিক কিংবদন্তীদের গাওয়া বেশ কিছু জনপ্রিয় নির্বাচিত গান।

কনসার্টটি বিকাল ৪টায় শুরু হয় এবং রক সঙ্গীতপ্রেমীরা এ কনসার্ট উপভোগ করেন রাত ১১টা পর্যন্ত। ব্লু ফক্স এন্টারটেইনমেন্ট ছিল এই আয়োজনের সংগঠক।

 

জয়নিউজ/হোসেন

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM