এসআই পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের দাবি

বাংলাদেশ পুলিশে জনবল বাড়ানোর লক্ষ্যে বিশেষ বিবেচনায় ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিতে নিয়োগের সুপারিশ করতে আবেদন করেছেন চাকরিপ্রত্যাশীরা।

- Advertisement -

বুধবার (১৩ মে) ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের পক্ষে সাদেক হোসেন এ তথ্য জানান। তার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শক বরাবর আবেদন করেছেন।

- Advertisement -google news follower

আবেদনে বলা হয়, ‘প্রায় ১ লাখ ২৫ হাজার প্রার্থীর মধ্যে শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা ৪ হাজার ১২৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি। আমাদের মধ্য থেকে সিলেকশন বোর্ড ১ হাজার ৪০২ জনকে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছে। এদের মধ্য থেকে ৯৫ জন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা ও চূড়ান্ত ভেরিফিকেশনে বাদ পড়েন।

এছাড়া গত কয়েক বছরের নিয়োগ কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে, এক বছর মৌলিক প্রশিক্ষণ চলাকালীন সাময়িকভাবে নির্বাচিতদের মধ্যে অনেকেই অন্যান্য প্রথম শ্রেণির সরকারি চাকরিতে যোগ দেন।

- Advertisement -islamibank

৩৮তম ক্যাডেট এসআই নিয়োগ পরীক্ষার ভাইভায় অংশগ্রহণ করা প্রায় ৪ হাজার চাকরিপ্রার্থীর মধ্যে কেবল ১ হাজার ৩০০ জনকে সুপারিশ করায় আমরা প্রায় ২ হাজার ৭০০ জন বর্তমানে বেকার রয়েছি।

করোনা পরিস্থিতিতে দেশের অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাও স্থগিত থাকায় দুশ্চিন্তায় পড়েছি। আমরা প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় রাষ্ট্রের যেকোনো পরিস্থিতিতে অগ্রভাগের যোদ্ধা হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রস্তুত। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে সর্বদা সচেষ্ট থাকব। এ বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM