চমেক ল্যাবে শুরু হলো করোনা পরীক্ষা

চট্টগ্রামে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য তৃতীয় ল্যাব চালু করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত ল্যাবে শুরু হয় পরীক্ষা।

- Advertisement -

এর আগে গত ৩ মে চমেকে স্থাপন করা পিসিআর মেশিনে ত্রুটি ধরা পড়ায় অনিশ্চিত হয়ে পড়ে করোনা পরীক্ষা। পরে ত্রুটি সারাতে ওই দিনই মেশিনটি ঢাকায় পাঠানো হয়।

- Advertisement -google news follower

পরের দিন ৪ মে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার অনুরোধে চট্টগ্রামে নমুনা জট কমাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে একটি পিসিআর মেশিন ধার দেওয়া হয় চমেকে।

চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান বলেন, প্রথম দিন হিসেবে মাত্র কয়েকটি নমুনা পরীক্ষা করা হচ্ছে। পরবর্তীতে আমাদের নমুনা পরীক্ষার পরিমাণ বাড়ানো হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM