দুস্থ পাহাড়ি পরিবারের পাশে সেনাবাহিনী

করোনার প্রাদুর্ভাবে লকডাউনে থাকা বান্দরবানের অসহায় ও দুস্থ ২শ’ ৭০ পাহাড়ি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও মাক্স বিতরণ করেছে সেনাবাহিনী।

- Advertisement -

বৃহস্পতিবার (৭ মে) সকালে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানের নেতৃত্বে বিভিন্ন পাড়ার বাড়িতে বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

এছাড়া বিভিন্ন পাড়ায় পাড়ায় সকলকে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করেন সেনা কর্মকর্তারা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনী ৬৯ রিজিয়নের কর্মকর্তা লে. রেজওয়ান ও মেজর ইফতেখারসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তারা।
শাহিদুল এমরান বলেন, লকডাউনে থাকা পাহাড়ি জনগণের খাদ্যাভাব দূর করতে সেনা রিজিয়ন নিয়মিত অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে এাণ সামগ্রী বিতরণ করছে। ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রেখেছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/আলাউদ্দিন/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM