ত্রাণ নিয়ে কথা-কাটাকাটি, কিল-ঘুষিতে আ.লীগ নেতার মৃত্যু

ত্রাণ বন্টন নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের যুবকদের কিল-ঘুষিতে প্রাণ গেল এক আওয়ামী লীগ নেতার। নিহত ওই আওয়ামী লীগ নেতা মো. বখতিয়ার সিকদার (৪৯)। তিনি হাটহাজরী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

- Advertisement -

বুধবার (৬ মে) বিকাল ৫টার দিকে ওই ইউনিয়নের বোর্ড প্রাথমিক বিদ্যালয় সড়কে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত বখতিয়ার বকশি সিকদার বাড়ির মৃত মনির আহাম্মদের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

নিহতের বড় ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লোকমান মেম্বার জানান, আমার ছোট ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটির সচিব। গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিকদার বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় একই ওয়ার্ডের সৈয়দ আহসান উল্লাহ মিয়াজি বাড়ির আবদুল হালিমের ছেলে মো. রানা (২৮) তাদরে এলাকায় সঠিকভাবে ত্রাণ বিতরণ হচ্ছে না এমন অভিযোগ করে।

- Advertisement -islamibank

‘এ সময় বখতিয়ার সিকদার অভিযোগকারী যুবকের বক্তব্যের আপত্তি জানায়। একপর্যায়ে উভয়ের মধ্যে কাথা-কাটাকাটি শুরু হলে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়ে যায়।’

এর মধ্যে বুধবার বিকাল ৫টার দিকে আগের দিনের কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের যুবক রানাসহ আরও ২-৩ জন বখতিয়ার সিকদারকে একা পেয়ে বোর্ড প্রাথমিক বিদ্যালয় সড়কে কিল-ঘুষি দিতে থাকলে ঘটনাস্থলে প্রাণ হারায় ওই আওয়ামী লীগ নেতা এমনটা জানান ওই এলাকার বাসিন্দা যুবলীগ নেতা তারিকুল কালাম তুহিন।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাটির জের ধরে একই এলাকার যুবক রানা ও মুন্নাসহ আরও ২-৩ জনের কিল-ঘুষিতে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে এ ঘটনার বাইরে আর কোনো পূর্ব শত্রুতামূলক ইস্যু আছে কি-না তা খতিয়ে দেখছি।

জয়নিউজ/তালেব/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM