করোনায় অনারম্বর বুদ্ধ পূর্ণিমা

0

আজ বুদ্ধ পূর্ণিমা। তবে এবছর করোনাভাইরাসের মহামারীর মধ্যে এসেছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এই উৎসব। আগেই জনসমাগম এড়িয়ে বাড়িতেই পএ উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়েছিল। তাই এবার বিহারগুলোতে ছিলনা কোনো উৎসবের আমেজ।

বুধবার (৬ মে) নগরের নন্দকানন, বহদ্দারহাট, দেবপাহাড়সহ বিভিন্ন এলাকার বিহারে ছিল সম্পূর্ণ ফাঁকা।বিহারের ভিক্ষুরাই কেবল ধর্মীয় অনুষ্ঠান, পূজা, বন্দনা, সূত্রপাঠসহ ধর্মীয় কার্যাবলী সম্পন্ন করেন। আর অন্য বৌদ্ধ ধর্মালম্বীরা ঘরেই পালন করেছেন ধর্মীয় আচার অনুষ্ঠান।

নগরের নন্দনকানন বৌদ্ধবিহার থেকে সকালে ছবিগুলো তোলা

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM