ত্রাণ চেয়ে লাঞ্ছিত সেই বৃদ্ধার ঘরে মেয়রের উপহার

বিএনপি সমর্থিত কাউন্সিলরের অনুসারীদের হাতে লাঞ্ছিত সেই বৃদ্ধার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে চসিক মেয়রের ভালোবাসার উপহার। এর আগে নগরের হালিশহর ২৬নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসে ত্রাণ চাইতে গিয়ে নূরজাহান বেগম (৭৫) লাঞ্ছিত হন।

- Advertisement -

সোমবার (২৭ এপ্রিল) বিকালে বৃদ্ধা নূরজাহান বেগমের ঘরে চাল-ডালসহ নিত্যপণ্য সামগ্রী পাঠিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -google news follower

আরো পড়ুন: ত্রাণ চাওয়ায় বৃদ্ধাকে লাথি

এসময় মেয়র মুঠোফোনে ওই বৃদ্ধার সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মেয়রের উপহার সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধা।

- Advertisement -islamibank

ত্রাণ পৌঁছে দিতে যাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশীদ লোকমান জানান, মেয়রের নির্দেশে তাঁর দেওয়া উপহার সামগ্রী ১৫ কেজি চাল, ৬ কেজি আলু, ৩ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ ও নগদ ১ হাজার টাকা নিয়ে বৃদ্ধা নূরজাহানের বাসায় পৌঁছে দিয়েছি। মেয়র আবারো তাঁকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM